NEWS DETAILS

News Details

agent

সময়ের আলো: ডিএমপিকে ৫ লাখ মাস্ক হস্তান্তর করলো আমিন মোহাম্মদ গ্রুপ

করোনাভাইরাস মোকাবিলার সম্মুখযোদ্ধা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ৫ লাখ মাস্ক হস্তান্তর করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ। সোমবার (২২ মার্চ) সকাল ১১ টায় ডিএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর কাছে মাস্ক হস্তান্তর করেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ।এ সময় ডিএমপি কমিশনার আমিন মোহাম্মদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। পুলিশকে মাস্ক দেওয়ার মধ্য দিয়ে আমিন মোহাম্মদ গ্রুপ প্রমাণ করেছে, ভালো কাজে সহযোগিতা করতে তারা সবসময় এগিয়ে থাকে।’আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘করোনাযুদ্ধে পুলিশের ভূমিকা অসামান্য। এ ভূমিকার কারণে সাধারণ মানুষের কাছে পুলিশ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। কেবল আইন শৃঙ্খলা রক্ষাই নয়, মানবিক কাজেও পুলিশ সমানভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের যাবতীয় ভালো কাজের সঙ্গে আমিন মোহাম্মদ গ্রুপ পাশে থাকবে।’ অসামান্য দক্ষতা ও দুরদর্শীতার মাধ্যমে করোনা মোকাবিলা এবং নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি পুলিশ কমিশনারের ভূমিকারও প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বিপিএম-বার, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মঈনুল হক বিপিএম-বার, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আনিসুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার ও উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ) মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম-সেবা।আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি মো. পারভেজ আলম, হেড অব অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি মো. নূর-ই সাইফুল্লাহ ফয়সাল ও চিফ প্রটোকল অফিসার মুনিফ আম্মার।

Link : Read More ........